নিজস্ব প্রতিবেদক, লালপুর :চলমান করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় সরকারি নির্দেশ অমান্য করে স্থানীয় প্রশাসনের নাকের ডগায় নাটোরের লালপুরে গোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সাপ্তাহিক হাট অনুষ্ঠিত হয়েছে । উপজেলার গোপালপুর পৌরসভার এলাকায় এই হাট সাপ্তাহিক ভাবে সোমবার ও শুক্রবার এই দূই দিন গোপালপুর মহল্লার চত্বরে এই হাট অনুষ্ঠিত হয়ে আসছে । হঠাৎ করে শুক্রবার গোপালপুর বাজার সংলগ্ন গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠ চত্বরের এই সাপ্তাহিক হাঠ বসতে দেখা যায় । দুরন্ত বজায় রাখার জন্য সরকারী ভাবে নির্দেশ দেওয়া হয়েছে তা স্থানীয় প্রশাসন সঠিকভাবে প্লয়োগ হচ্ছে না । এবিষয়ে গোপালপুর হাটের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী বলেন, উপজেলার পক্ষ থেকে আমাদের এখানে হাট বসানোর অনুমতি দেয়েছে । তবে বিকেল চারটা মধ্যে বিক্রয় ও দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …