সোমবার , অক্টোবর ৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / লালপুরের ওয়ালিয়া আখ ক্রয় কেন্দ্র পরিদর্শন করলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান

লালপুরের ওয়ালিয়া আখ ক্রয় কেন্দ্র পরিদর্শন করলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে সংক্ষিপ্ত সফরের অংশ হিসেবে ওয়ালিয়া আখ ক্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন বাংলাদেশ খাদ্য ও চিনি শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান আরিফুর রহমান অপু।

রবিবার সকালে নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিঃ পরিদর্শনে আসেন তিনি। পরে ওয়ালিয়া সাব-জোন প্রধান কুতুব-উজ-জামান এর আমন্ত্রণে একই দিন দুপুরে ওয়ালিয়া আখ ক্রয় কেন্দ্র সংক্ষিপ্ত পরিদর্শন করেন। এ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন- বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন এর উৎপাদন ও প্রকৌশল পরিচালক মো: এনায়েত হোসেন, নাটোর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক, ন বে সু মি’র মহাব্যবস্থাপক (কৃষি) মঞ্জুরুল হক, জিএম (খামার) আনিছুর রহমান, ডিজিএম (সম্প্র:) আশরাফুল ইসলাম, ডিএম (ঋণ) গোলাম রাব্বানীসহ অত্র এলাকার আখচাষীগন।

পরিদর্শন কালে তিনি আখচাষীদের সাথে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন। তিনি চাষীদের এক প্রশ্নের জবাবে বলেন-‘আপাতত মিলগুলো বন্ধের কোন সিদ্ধান্ত হয়নি শুধু কার্যক্রম স্থগিত রাখা হয়েছে’। সেই সাথে বর্তমানে সার সংকটের ব্যাপারে নিজেদের কে দোষী বলে ২য় দফায় সার দেবার আশ্বাস দেন। এছাড়াও মিল দেরিতে খোলা এবং সিডিএ সংকটের ব্যাপারে চলমান আখ মাড়াই মৌসুম পরেই ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। তার বক্তব্যের মাঝে রিকোভারী সমৃদ্ধ ভালো আখ রোপনে চাষীদের উদ্বুদ্ধ করেন। এসময় চলতি মৌসুমে আখের দাম সময় মত পাওয়ায় চেয়ারম্যান কে ধন্যবাদ জানান আখচাষীরা।

আরও দেখুন

হিন্দুদের পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে:দুলু

 নিজস্ব প্রতিবেদক: হিন্দুদের পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে। হিন্দু সম্প্রদায়ের সকলে এই দেশের নাগরিক। …