রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরের ওয়ালিয়া থেকে ১জন মাদক ব্যবসায়ী আটক

লালপুরের ওয়ালিয়া থেকে ১জন মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের লালপুরের ওয়ালিয়া ওয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (০৮ মার্চ) রাত্রী সাড়ে আটটার দিকে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর আব্দুর রহিমের নেতৃত্বে এসআই মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী বড়াইগ্রাম উপজেলাধীন ভবানীপুর মোল্লা পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে মোঃ আরিফুল ইসলাম আরিফ (৩০)।

ইন্সপেক্টর আব্দুর রহিম জানান, মাদক ব্যবসায়ী আরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে সরকারি চাকুরির আড়ালে মাদক ব্যবসা করতেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শুকনো গাঁজাসহ হাতেনাতে তাকে আটক করা হয়েছে। আটককৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার রযু করা হয়েছে।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …