শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরের ঐতিহ্যবাহী বুধপাড়া কালীমন্দিরে শিব শিলায় গঙ্গাজল অর্পণ

লালপুরের ঐতিহ্যবাহী বুধপাড়া কালীমন্দিরে শিব শিলায় গঙ্গাজল অর্পণ

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরের ঐতিহ্যবাহী বুধপাড়া কালীমন্দিরে শিব শিলায় গঙ্গাজল অর্পণ করা হয়েছে। সোমবার ভোর থেকে উপজেলারে ঐতিহ্যবাহী কালীমন্দিরে ভক্তদের সমাগম ঘটতে থাকে। তারা স্নান সমাপন করে কাঁধে কাঁখে মাথায় করে গঙ্গা জল নিয়ে আসেন। পরে সেই জল শিব শিলায় অর্পণ করেন।

এসময ভক্তদের ব্যোম ব্য্যেম ধ্বনিতে মুখরিত হয় মন্দির এলাকা। করোনা ভাইরাস সংক্রমণের কারণে এবারের অনুষ্ঠান সীমিত আকারে করা হয়েছে। তারপরও দূর দূরান্ত থেকে ভক্তদের পদচারণায় মুখরিত থাকে মন্দির প্রাঙ্গণ।

আয়োজক কমিটির আমন্ত্রণে অনুষ্ঠানটি পরিদর্শনে যান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু। এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ পরিমল কুমার কুন্ডুসহ আয়োজকবৃন্দ।

পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে কালীমন্দির প্রাঙ্গণে বৃক্ষরোপন করেন।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …