নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নে এলজিএসপি প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ করেছে স্থানীয়রা। চলতি অর্থবছরে ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ২টি প্রকল্পের কাজ যেনতেন ভাবে শেষ করেছে বলে স্থানীয়রা জানান।
ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আলমগীর হোসেন নামের এক ব্যক্তি অভিযোগ করে বলেন, ১ নং ওয়ার্ড মেম্বর সাইফুল ইসলাম এলজিএসপির কাজে ব্যাপক অনিয়ম করেছে। তিনি নিজের ইউনিয়ন বা ওয়ার্ডে কাজ না করে পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার গড়মাটি গ্রামের এক প্রভাবশালীর কাছে মোটা অঙ্কের টাকা খেয়ে সেই প্রভাবশালীর বাড়ির পাশে রাস্তা করে দিয়েছেন। অথচ, নিজের ওয়ার্ডে অনেক রাস্তা কাঁচা আছে। এর আগেও সাইফুল মেম্বর একই এলাকায় এলজিএসপির কাজ করে দুর্নীতির মাধ্যমে সম্পাদন করেন। তিনি নিজের ইউনিয়নে ভোটারদের ট্যাক্সের টাকায় অন্য উপজেলায় কাজ করাতে পারেন না। আমরা এর সঠিক তদন্ত সাপেক্ষে দুর্নীতিবাজ মেম্বরের বিচার চাই।
এ বিষয়ে ইউপি সদস্য সাইফুল ইসলাম তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন।
চেয়ারম্যান নুরুল ইসলাম লাভলু বলেন, নিয়ম মাফিক ভাবেই কাজ সম্পন্ন হয়েছে।