নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে ঈশ্বরদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আমিনুল ইসলাম জয়ের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালিত হয়েছে। মঙ্গলবার রাতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম জয় ছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি এস্কেন্দার, বাবুল আক্তার, সাংগঠনিক সম্পাদক সাহাবুল সরদার(দুখু), ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি তরিকুল ইসলাম, সাবেক থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান নাহিদ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
