নিজস্ব প্রতিবেদক
নাটোরের লালপুর উপজেলার ৪নং আড়বাব ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যান গোলাম মোস্তফা শপথ গ্রহণ করেছেন। বুধবার বেলা এগারোটার দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ নব-নির্বাচিত চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আশরাফুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বি সহ জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, আওয়ামীলীগ নেতা আনিছুর রহমান, আব্দুল মান্নান, প্রভাষক আব্দুল হাকিম প্রমুখ। গত ২৫ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিত উপ-নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী ইমদাদুল হক কে পরাজিত করে আনারস প্রতিক নিয়ে জয়ী হন গোলাম মোস্তফা।
উপজেলা নির্বাচন অফিস ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী গত উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ওই পদটি শুন্য হয়।
আরও দেখুন
নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল
নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …