সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়ী ভাংচুর, এক নারী আহত

লালপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়ী ভাংচুর, এক নারী আহত


নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়ী ভাংচুর ও মারপিটের ঘটনায় রহিমা(৫৪) নামের এক নারী আহত হয়েছে। মঙ্গলবার উপজেলার চংধুপইঁল ইউনিয়নের পুকুন্দা পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আহত নারী ওই গ্রামের মহাসিনের স্ত্রী। রহিমা মানুষের বাড়ীতে দিনমুজুরী কাজ করে তার অসুস্থ স্বামীকে নিয়ে নিজ বাড়ীতে বসবাস করে আসছে বলে জানা গেছে।

রহিমার বাড়ীর জমিটি দখল করার উদ্দেশ্যে তার ভাই হামিদ কয়েক জনকে নিয়ে রহিমার বাড়ীতে আক্রমণ ও ভাংচুর করে বলে জানান স্থানীয়রা। এসময় রহিমাকে মারপিট করলে সে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসার জন্য ভর্তি করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার বিকেলে সরজমিনে গিয়ে বাড়ী ভাংচুর অবস্থা দেখা গেছে।

এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, এই বিষয়টি নিয়ে কয়েক বার শালিশি বৈঠক হয়েছে এবং বাড়ীর ৬শতাংশ জমি রহিমা পেয়েছে।

এবিষয়ে আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিন্দ্রনাথ বলেন, ভাংচুরের ও মারপিটের ঘটনায় কোন অভিযোগ পাইনি।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …