নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খানকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। রাজধানীর গ্রিনলাইফ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে পরিবার সূত্রে জানা যায়।
পরিবারিক সূত্র জানায়, রাত দশটার দিকে তিনি খাবার খেতে গিয়ে লাঞ্চের মধ্যে খাবার ঢুকে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে রাজধানীর গ্রিনলাইফ হাসপাতালে নিয়ে যান। এই মুহূর্তে তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসক জানিয়েছেন বলে স্বজনরা জানান।
মাহফুজুর রহমান খান পেশাদার চিত্রগ্রাহক হিসেবে ১৯৭২ সালে প্রথম চলচ্চিত্রে কাজ করেন। এরপর তিনি আলমগীর কবির, আলমগীর কুমকুম, হুমায়ুন আহমেদ, শিবলি সাদিকদেরমত চলচ্চিত্র পরিচালকদের সঙ্গে কাজ করেন। চলচ্চিত্রের চিত্রগ্রহণের জন্য তিনি নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আটবার বাচসাস পুরস্কার এবং একবার বিশেষ বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন।