শনিবার , সেপ্টেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / লক্ষাধিক টাকার অবৈধ কারেন্ট ও বাদাই জাল ধ্বংস

লক্ষাধিক টাকার অবৈধ কারেন্ট ও বাদাই জাল ধ্বংস

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নাটোরের নলডাঙ্গার হালতি বিলে অভিযান চালিয়ে প্রায় এক লক্ষ টাকা মূল্যের অবৈধ কারেন্ট ও বাদাই জাল আটক করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলার হালতি বিলের বাঁশিলা এলাকায় মাছ শিকারের প্রস্ততির সময় অভিযান চালিয়ে আজমল নামের এক মাছ শিকারীর ৮০ হাজার টাকা মূল্যের এক হাজার মিটার বাদাই জাল ও ১০ হাজার টাকা মূল্যের এক হাজার মিটার কারেন্ট জাল আটক করে জব্দ করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলা সহকারী ভুমি কমিশনার আবু হাসান। পরে জব্দকৃত অবৈধ জাল গুলো উপজেলা পরিষদ চত্বরে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার উপস্থিত ছিলেন।

আরও দেখুন

মহানবীকে নিয়ে কটুক্তি করায় প্রতিবাদে নন্দীগ্রাম ওলমা পরিষদের বিক্ষোভ মিছিল 

নিজস্ব প্রতিবেদক: বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিতের কটুক্তির প্রতিবাদে বগুড়ার …