শুক্রবার , এপ্রিল ১১ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / লক্ষাধিক টাকার অবৈধ কারেন্ট ও বাদাই জাল ধ্বংস

লক্ষাধিক টাকার অবৈধ কারেন্ট ও বাদাই জাল ধ্বংস

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নাটোরের নলডাঙ্গার হালতি বিলে অভিযান চালিয়ে প্রায় এক লক্ষ টাকা মূল্যের অবৈধ কারেন্ট ও বাদাই জাল আটক করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলার হালতি বিলের বাঁশিলা এলাকায় মাছ শিকারের প্রস্ততির সময় অভিযান চালিয়ে আজমল নামের এক মাছ শিকারীর ৮০ হাজার টাকা মূল্যের এক হাজার মিটার বাদাই জাল ও ১০ হাজার টাকা মূল্যের এক হাজার মিটার কারেন্ট জাল আটক করে জব্দ করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলা সহকারী ভুমি কমিশনার আবু হাসান। পরে জব্দকৃত অবৈধ জাল গুলো উপজেলা পরিষদ চত্বরে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার উপস্থিত ছিলেন।

আরও দেখুন

৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিচ্ছেন দুলু

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, বাগাতিপাড়ায় ৫২ বছর বয়সে এবারের চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ইউপি সদস্য …