নিউজ ডেস্ক:
করোনাভাইরাসের মহামারিকালে লকডাউনের নিয়ম ভঙ্গ করে সমালোচিত হওয়ার পর পদত্যাগ করেছেন নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্ক। আজ বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্ন।
গত এপ্রিলে লকডাউনের প্রথম সপ্তাহে নিয়ম ভঙ্গ করে পরিবার নিয়ে সৈকতে বেড়াতে গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। সে সময় তিনি পাহাড়েও বেড়াতে গিয়েছিলেন। এ নিয়ে দেশজুড়ে তুমুল সমালোচনা শুরু হয়। দেশের সরকারের ভাবমূর্তির ওপর বিষয়টি নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগপত্র জমা দেন।
এদিকে, সাফল্যের সঙ্গে করোনাভাইরাস মোকাবিলা করে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে নিউজিল্যান্ড। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে মাত্র ১ হাজার ৫২৮ জন এবং মারা গেছে ২২ জন।
তবে গত মাসে নিউজিল্যান্ডে সমস্ত কোভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার করা হয় এবং দেশটিকে ভাইরাসমুক্ত ঘোষণা করা হয়।
সুত্র: আমাদের সময়