নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে লকডাউনের তৃতীয় দিনেও ছিল বৃষ্টির বাগড়া। বৃষ্টি আর লকডাউনে ঘর বন্দী হয়ে আছে মানুষ। তবে শনিবার চাঁচকৈড় হাটে কিছু লোকের উপস্থিতি টের পেয়ে পুলিশ বাহিনী তৎপর হয়ে ওঠে। এতে হাটে আসা লোকজন দ্রুত হাট ত্যাগ করেন।
তৃতীয় দিনেও রাস্তাঘাট ছিল ফাঁকা। অফিস মার্কেট ও আশপাশের দোকানপাট কেউ খুলতে সাহস করেনি। গত কয়েকদিনে টিপটিপ কখনো মুষলধারে বৃষ্টি হওয়ায় অনেকেই ঘর থেকে বের হয়নি। তবে প্রধান সড়কগুলো ফাঁকা থাকলেও পুলিশ চলে গেলে অলি গলিতে মানুষজন দেখা গেছে। মসজিদগুলোতে মুসল্লিদের উপস্থিতি কম দেখা গেছে। সবজি ও মুদি দোকানের সংখ্যাও কমেছে। বৃষ্টি ও লকডাউন মিলিয়ে ফাঁকা এখন গুরুদাসপুর জনপদ।
উপজেলার চাঁচকৈড় শহর সহ বিভিন্ন মোড়ে ব্যারিকেড দেয়ার পাশাপাশি টহল দিয়েছে পুলিশ বাহিনী। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা তৈরির জন্য মাইকিং, লিফলেট ও বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার তমাল হোসেন জানান, ৩৩৩ নাম্বারে কল করে আবেদন করা হলে কর্মহীন দরিদ্রদের বাড়িতে প্রধানমন্ত্রীর দেওয়া ত্রাণ উপহার ‘খাবার’ পৌঁছে দেওয়া হচ্ছে। তবে মধ্যবিত্তদের কথা বিবেচনা করে তাদেরও খাদ্যের জোগান দিতে হবে বলে সচেতনমহল দাবি জানিয়েছে। কিছু লোক বিধি নিষেধ না মানায় মোবাইল কোর্টের মাধ্যমে থেকে ১৯টি মামলা ও ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ওসি আব্দুর রাজ্জাক বলেন, এ উপজেলায় সুষ্ঠভাবেই পালিত হচ্ছে লকডাউন।
আরও দেখুন
লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …