সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে চারজনকে অর্থদণ্ডাদেশ

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে চারজনকে অর্থদণ্ডাদেশ

নিজস্ব প্রতিবেদকঃ
করোনা ভাইরাস প্রতিরোধে পরিচালিত অভিযানে ছাতনি এলাকার চারজনকে অর্থ দণ্ডাদেশ দেয়া হয়। শুক্রবার সন্ধ্যা ৬ টা থেকে রাত্রি আটটা পর্যন্ত পরিচালিত অভিযানে প্রত্যেককে ২শ’ টাকা করে মোট ৮শ টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-৫, রাজশাহী সিপিসি-২ নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি এস এম জামিল আহমেদ ও এএসপি রাজিবুল আহসান জানান, তার তত্বাবধানে এবং জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সেতু ও শরীফ শাওন এর নেতৃত্বে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত অভিযান পরিচালনা করা হয়। সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল শুক্রবার সন্ধ্যা ৬ টা থেকে রাত্রি আটটা পর্যন্ত নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রত্যেককে ২শটাকা করে মোট ৮শ টাকা জরিমানা করা হয়। সরকারী আদেশ অমান্য করে যত্রতত্র ঘোরাফেরা করার অপরাধে ইদ্রিস আলী, পিতা- নুরুল ইসলাম, বিপুল সরকার, পিতা-শান্ত সরকার, উভয় সাং-লোচনগড়, এনামুল হক,সাং- ছাতনী, রানা হোসেন, সাং-ভাটোপাড়াকে আটক করে প্রত্যেকের ২শ টাকা করে সর্ব মোট ৮শ টাকা জরিমানা প্রদান করা হয়। এছাড়াও আরও ২০ জনকে জিজ্ঞাসাবাদপূর্বক সতর্ক করে ভবিষতে সরকারী আদেশ মান্য করার শর্তে মুচলেকায় মুক্তি প্রদান করা হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …