নিজস্ব প্রতিবেদক:
রৌদ্র খর তাপে পুড়ছে উত্তরের জেলা নাটোর। গতকাল ১৯ এপ্রিল শুক্রবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১° সেলসিয়াস রেকর্ড করা হয়। ঈশ্বরদী আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে এই তাপমাত্রার রেকর্ডের কথা জানানো হয়। এরই মধ্যে আগামীকাল সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলতে যাচ্ছে।
স্বাস্থ্য বিভাগ এবং আবহাওয়া অফিস জরুরি সতর্কতার সংকেত জারি করেছে এই সময়টাতে সকলকে জরুরি প্রয়োজন না হলে বাইরে বের না হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। পবিত্র রমজান ঈদুল ফিতর সহ প্রায় ২৫ দিন ছুটি থাকার পর আগামীকাল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান একযোগে খুলে যাচ্ছে। এসময় শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নাটোরের অভিভাবকরা।
ঈশ্বরদী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে তাপমাত্রা একই রকম থাকতে পারে। কোন কোন দিন কিছু জায়গায় তাপমাত্রা বৃদ্ধিও পেতে পারে।চলতি মাসের শেষ সপ্তাহ পর্যন্ত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। মে মাসের প্রথম সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।