শনিবার , ডিসেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / জাতীয় / রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় এবার সেনাবাহিনী

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় এবার সেনাবাহিনী

নিউজ ডেস্ক:
ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে আইনশৃঙ্খলা বাহিনীর টহল আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। ক্যাম্পের বাইরে সেনাবাহিনীর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করবে, অভিযান চালাবে।  

রবিবার (১০ এপ্রিল) বল প্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির চতুর্থ সভা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ তথ্য ব্রিফিংয়ে জানিয়েছেন।
তিনি বলেন, রোহিঙ্গারা যাতে ক্যাম্পের বাইরে অনুমতি ছাড়া বের হতে না পারে সে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোহিঙ্গা ক্যাম্প এলাকায় জন্মহার কমানোর পদ্ধতি গ্রহণের বিষয়ে প্রচারণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যাম্পের বাইরে এবং ভেতরে মাদক ব্যবসা বন্ধ করতে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তিনি আরও জানান, কোভিডে অর্থনৈতিক সমস্যার কারণে হঠাৎ করেই ছিনতাই বেড়ে গেছে রাজধানীতে।  এটা এখন সরকারের নিয়ন্ত্রণে আছে। যারা ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল তাদের চিহ্নিত করা হয়েছে। মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি। দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা এখন ভালো আছে বলে মন্তব্য করেন তিনি।

আরও দেখুন

বড়াইগ্রামে জামায়াতের ব্যাবসায়ী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া উপজেলা মডেল মসজিদ হল রুমে শুক্রবার বাদ জুম্মা জামায়াতে …