শনিবার , ডিসেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / জাতীয় / রোহিঙ্গাদের জন্য ৮০ কোটি ডলার চাওয়া হবে

রোহিঙ্গাদের জন্য ৮০ কোটি ডলার চাওয়া হবে

নিউজ ডেস্ক:
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ৮০ কোটি ডলারের তহবিল চাওয়া হবে। তহবিলের এ অর্থ দিয়ে কক্সবাজার ও ভাসানচরে অবস্থানরত ৯ লাখ রোহিঙ্গার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর খাদ্য, বাসস্থান, স্বাস্থ্যসেবাসহ জরুরি চাহিদা মেটানো হবে। জাতিসঙ্ঘের সংস্থা ও আন্তর্জাতিক এনজিওগুলোর মাধ্যমে তহবিলের অর্থ ব্যবহার করা হবে।
তহবিল সংগ্রহ উপলক্ষে আজ জেনেভায় জয়েন্ট রেসপন্স প্লানের (জেআরপি) সম্মেলন আয়োজন করা হয়েছে। জাতিসঙ্ঘের উদ্বাস্তুবিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্রান্ডি, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক অ্যান্টনিও ভিটোরিনো এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম যৌথ আয়োজক হিসেবে এতে বক্তব্য রাখবেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, জার্মানি, নরওয়ে, ইউরোপীয় ইউনিয়ন ও কাতারের প্রতিনিধিরা এতে উপস্থিত থাকবেন।

আরও দেখুন

বড়াইগ্রামে জামায়াতের ব্যাবসায়ী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া উপজেলা মডেল মসজিদ হল রুমে শুক্রবার বাদ জুম্মা জামায়াতে …