শনিবার , ডিসেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / জাতীয় / রোমানিয়ায় জনশক্তি রফতানি শুরু
Iasi city view of Culture Palace. Aerial scene, Romani

রোমানিয়ায় জনশক্তি রফতানি শুরু

নিউজ ডেস্ক:
ইউরোপের দেশগুলোতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে। দক্ষিণ-পূর্ব ইউরোপের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দেশ রোমানিয়ায় বেসরকারি উদ্যোগে জনশক্তি রফতানি শুরু হয়েছে। বৈশ্বিক করোনা মহামারির পর দেশটিতে প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। বাংলাদেশিদের জন্য নতুন শ্রমবাজার হিসেবে সম্ভাবনাময় হয়ে উঠেছে ইউরোপের দেশ রোমানিয়া।

বাংলাদেশ থেকে প্রায় ৪০ হাজার কর্মী নেবে দেশটি। সম্ভাবনাময় নতুন এই শ্রমবাজারে কর্মী পাঠানোর সুযোগ পুরোপুরি কাজে লাগাতে চায় সরকার। এরইমধ্যে স্বল্প খরচে খুব সহজেই কাজের ভিসা নিয়ে দেশটিতে পাড়ি জমাতে শুরু করেছেন বাংলাদেশিরা। সম্প্রতি বিএমইটির পরিচালক (ইমিগ্রেশন) হাসান মাহমুদ ইনকিলাবকে জানান, করোনা মহামারির উন্নতি হওয়ায় মধ্যপ্রাচ্যসহ ইউরোপের দেশগুলোতে বাংলাদেশি কর্র্মী নিয়োগ শুরু হয়েছে। রোমানিয়া, হাঙ্গেরি, চেক রিপাবলিক, ক্রোয়েশিয়া ও ইতালিতে কর্মী যাওয়া শুরু হয়েছে।

সূত্র মতে, গত আগস্ট মাসে বিভিন্ন দেশে ১৯ হাজার ৬০৪ জন কর্মী চাকরি লাভ করেছে। সেপ্টেম্বর মাসে বিভিন্ন দেশে ৪২ হাজার ৮ জন কর্মী চাকরি লাভ করেছে। গত অক্টোবর মাসে ৬৫ হাজার ৪৫ জন কর্মী বিদেশে চাকরি লাভ করেছে। রাজধানীর নর্থ বারিধারা নাভানা সিলভানিয়া টাওয়ারস্থ রিক্রুটিং এজেন্সি এশিয়া কন্টিনেন্টাল গ্রুপ বিডি এর মাধ্যমে গত শনিবার এমিরেটস ফ্লাইটে রোমানিয়ার উদ্দেশ্য ৯ দক্ষ কর্মী ঢাকা ত্যাগ করেছেন। এরা হলেন, ময়মনসিংহের কামরুল হাসান, মানুনুর রহমান, লিমন সরদার, বিদ্যুৎ, সাহাদাত শাহাজাহান, মীর লাদেন, আরিফুল হাসান জয়, মেহেদী হাসান ফাহাদ ও কিশোরগঞ্জের মো আল-আমিন।

রোমানিয়া থেকে ওই রিক্রুটিং এজেন্সি’র মালিক লোকমান শাহ ইনকিলাবকে জানান, নতুন সম্ভবনাময় রোমানিয়ার শ্রমবাজারে প্রচুর দক্ষ কর্মীর চাহিদা রয়েছে। বাংলাদেশি নিয়োগপ্রাপ্ত প্রত্যেক কর্মী বেতন পাবেন ৫৬০ ইউএস ডলার। দেশটির স্যান্টিয়েরাল নাভার কনস্টান্টা এস কোম্পানিতে বাংলাদেশি কর্মী নিয়োগের যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন করতে চার সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল আগামী ১৭ নভেম্বর বাংলাদেশে আসছেন। এ ব্যাপারে সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

তিনি বলেন, রোমানিয়ার বিভিন্ন কোম্পানিতে প্রায় ৫ হাজার কর্মী নিয়োগের সুযোগ সৃষ্টি হচ্ছে। দেশটিতে বাংলাদেশ দূতাবাসের সত্যায়নের মাধ্যমেই কর্মী প্রেরণ শুরু হয়েছে। ৯২ হাজার বর্গমাইলের এই দেশটিতে প্রায় ২০ মিলিয়ন মানুষের বসবাস। বাংলাদেশের জন্য সম্ভাবনাময় নতুন শ্রমবাজার হিসেবে সম্প্রতি আলোচনায় এসেছে রোমানিয়া। দেশটিতে কৃষি, তথ্য প্রযুক্তি, নির্মাণশিল্প, জাহাজ নির্মাণ শিল্প, ইলেকট্রনিকস ফুডসহ বিভিন্ন খাতে প্রচুর কর্মীর চাহিদা রয়েছে জানান স্থানীয় একটি নিয়োগদাতা প্রতিষ্ঠানের এমডি।

এদিকে, সম্প্রতি রোমানিয়া সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, দেশটি ৪০ হাজার কর্মী নিতে চায়। সরকারি সব ধরণের নিয়ম মেনে ঢাকার বেশ কয়েকটি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ থেকে রোমানিয়ায় কর্মী পাঠানোর দৌড়-ঝাঁপ শুরু করেছেন।

আরও দেখুন

বড়াইগ্রামে জামায়াতের ব্যাবসায়ী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া উপজেলা মডেল মসজিদ হল রুমে শুক্রবার বাদ জুম্মা জামায়াতে …