শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রোজিনা ইসলামের উপর মামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানবন্ধন করেছে সর্বস্তরের সাংবাদিক

রোজিনা ইসলামের উপর মামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানবন্ধন করেছে সর্বস্তরের সাংবাদিক


নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
দৈনিক প্রথম আলোর জ্যৈষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের উপর দায়েরকৃত মামলা ও হেনেস্তা এবং হয়রানির ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের সাংবাদিক সমাজ। আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এই ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সাংবদিক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দিনের সভাপতিত্বে ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু, সিটি প্রেসক্লাবের সভাপতি সাজেদুল হক, জেলা প্রেসক্লাবের সভাপতি জাফরুল আলমসহ আরও অনেকেই।

এ সময় অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানিয়ে বক্তারা বলেন, রোজিনা ইসলামের উপর এ ধরনের নির্যাতন অনুসন্ধানী সাবাদিকতার পথকে রুদ্ধ করবে। এ সময় বক্তারা দূর্ণীতিবাজ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি জানান।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …