রবিবার , ডিসেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / রোগ যন্ত্রণা থেকে মুক্তি পেতে গৃহিণীর আত্মহত্যা

রোগ যন্ত্রণা থেকে মুক্তি পেতে গৃহিণীর আত্মহত্যা


নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে শারীরিক অসুস্থতা জনিত কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন শ্যামলী বেগম (৫০) নামের এক গৃহিণী। শ্যামলী উপজেলার নাজিরপুর বেড়গঙ্গারামপুর এলাকার আব্দুল খালেক মোল্লার স্ত্রী। গত বুধবার নিজ ঘরের তিরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদীন যাবৎ ডায়াবেটিকসসহ বিভিন্ন রোগে আক্রান্ত শ্যামলী। অনেক চিকিৎসার পরেও সুস্থ হয়নি। তাই রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন বলে জানান পরিবারের লোকজন।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আরও দেখুন

হিলিতে সবজিসহ আলু পেঁয়াজ ও আদার দাম কমেছে

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,দিনাজপুরের হিলিতে কমেছে সব ধরনের সবজির দাম। কেজিপ্রতি প্রকারভেদে ২০ থেকে ৫০ টাকা …