শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / রোগীর স্বজনকে হুমকির অভিযোগ ডাক্তারের বিরুদ্ধে

রোগীর স্বজনকে হুমকির অভিযোগ ডাক্তারের বিরুদ্ধে


নিজস্ব প্রতিবেদক, রাণীনগর: 
নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাফীর ভুল রিপোর্টের কারণে এক রোগীর প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ ওঠেছে। ওই ভুল রিপোট ও ৪০ হাজার টাকা ক্ষতি নিয়ে কথা বলতে গিয়ে উল্টো রোগীর স্বজনকেই নানান ভাবে হুমকি ধামকি দিয়েছেন ডাক্তার লাখী আক্তার। শনিবার সন্ধ্যায় রাণীনগর থানায় এমন একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন রোগীর স্বামী রাজু আহম্মেদ। রাজু বগুড়ার আদমদীঘি উপজেলার সিংগাহার গ্রামের বাসিন্দা।

রাজু আহম্মেদ জানান, তার স্ত্রী হঠাৎ করেই অসুস্থ হয়ে পরলে রাণীনগর উপজেলার আবাদপুকুর চার মাথাস্থ্য ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে গাইনী ডাক্তার লাখী আক্তার কে দেখান। এ সময় রোগীকে আল্ট্রাসনোগ্রাফী করে ডাক্তার লাখী আক্তার রোগী ও স্বজনদের জানান, জরায়ুতে টিউমার হয়েছে। চিকিৎসা করে সাত দিনের মধ্যে অপারেশন না করলে রোগীর বড় ধরণের ক্ষতি হবে। এমন কথা বলে তিনি চিকিৎসা করতে থাকেন।

রাজু জানান, চিকিৎসা এবং রোগীর লক্ষন দেখে টিউমার হয়নি এমনটি সন্দেহ হলে তিন দিন পর নাটোরের একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করান। ওই পরীক্ষায় টিউমার নেই বলে রিপোট দেন সংশ্লিষ্ঠ ডাক্তার। এরপর পরের দিন আরো ভালভাবে জানতে রাজশাহীর একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করালে সেখানেও টিউমার নেই বলে জানানো হয়। এই ভুল রিপোটের কারণে চিকিৎসা এবং কয়েক বার আল্ট্রাসনোগ্রাম করানোর কারণে প্রায় ৪০ হাজার টাকা ক্ষতিগ্রস্থ্য হয়েছেন। ভুল রিপোট এবং ৪০ হাজার টাকা ক্ষতির বিষয়ে গত শুক্রবার রোগীর স্বামী রাজু আহম্মেদ ডাক্তার লাখী আক্তারের সঙ্গে কথা বললে রাজুকে নানান ভাবে হুমকি ধামকি দিয়েছে দাবি করে শনিবার সন্ধ্যায় রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে আবাদপুুকুর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আবদুল খালেক বলেন, ভুল রির্পোটের কথা শুনেছি। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। 

রোগীর স্বজনদের হুমকি-ধামকির অভিযোগ অস্বীকার করে ডাক্তার লাখী আক্তার বলেন, তারায় আমাকে নানানভাবে হুমকি দিয়েছে। তিনি বলেন রোগীকে যখন আল্ট্রাসনোগ্রাফী করা হয় ওই সময় প্রস্রাবের চাপ কম থাকায় হয়তো সঠিক রির্পোট আসেনি। এজন্য আমি তাদের কাছে ভুল স্বীকার করেছি।

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …