শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / রোজার আগে টিসিবির ট্রাকে ছোলা-খেজুর

রোজার আগে টিসিবির ট্রাকে ছোলা-খেজুর

নিউজ ডেস্ক:
রোজার আগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগিতর মধ্যে ক্রেতাদের স্বস্তি দেওয়ার জন্য টিসিবির সুলভ মূল্যে পণ্য বিক্রির ট্রাকে ছোলা এবং খেজুরও যোগ করা হয়েছে।

নিয়মিত চারটি পণ্যের পাশাপাশি সোমবার থেকে ছোলা বিক্রি শুরু হয়। মঙ্গলবার থেকে এর সঙ্গে খেজুরও থাকবে বলে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ- টিসিবির এক বার্তায় বলা হয়।

নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মধ্যে ঢাকায় প্রায় দেড়শ ট্রাকে বিপণন করা হচ্ছে সুলভ মূল্যের পণ্য। এসবের মধ্যে রয়েছে সয়াবিন তেল, চিনি, মসুর ডাল ও পেঁয়াজ।

টিসিবির ঢাকা কার্যালয়ের প্রধান মো হুমায়ুন কবির বলেন, “সোমবার থেকে ঢাকার দুই সিটি করপোরেশনে টিসিবির ট্রাকে একজন ক্রেতার জন্য সর্বোচ্চ চার কেজি করে ছোলা বরাদ্দ করা হয়েছে।

“প্রতি কেজির মূল্য ৫০ টাকা। মঙ্গলবার থেকে একজন ভোক্তা ৮০ টাকা কেজি দরে এক কেজি করে খেজুর কিনতে পারবেন টিসিবির ট্রাক থেকে।”

বর্তমানে একজন ভোক্তা প্রতি কেজি ৫৫ টাকায় সর্বোচ্চ দুই কেজি চিনি, ৬৫ টাকা কেজিতে সর্বোচ্চ ২ কেজি মসুর ডাল, প্রতি লিটার ১১০ টাকায় সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল এবং ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ পাঁচ কেজি পেঁয়াজ কিনতে পারছেন।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …