রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / রেশমীকে ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে সহপাঠিদের মানববন্ধন

রেশমীকে ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে সহপাঠিদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সিংড়া
নাটোরের সিংড়ায় চাচা কর্তৃক নিজ ভাতিজি, কলেজ ছাত্রী রেশমীকে ধর্ষণের পর হত্যা করার ঘটনায় মামলা দায়ের হয়েছে। সেই সাথে রেশমীকে ধর্ষণ করে হত্যার বিচার দাবীতে কলেজে মানববন্ধন করেছে রেশমীর সহপাঠিসহ অন্যান্য শিক্ষার্থীরা।

গত কাল রবিবার রেশমীর মা সোনাভান বাদী হয়েছে সিংড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে আজ সোমবার দুপুরে রেশমী হত্যার প্রতিবাদে এবং হত্যাকারী চাচার দ্রুত বিচার করে ফাঁসির দাবিতে সিংড়া রহমত ইকবাল অনার্স কলেজে মানববন্ধন করেছে ৩ শতাধিক শিক্ষার্থীবৃন্দ।

এসময়ে উপস্থিত ছিলেন রহমত ইকবাল অনার্স কলেজের অধ্যক্ষ মুনছুর রহমান মকুল, উপাধক্ষ্য রেজাউল করিম মৃধা, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রাফিয়া আকতার, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক শাহিদা নাসরিন, রাষ্টবিজ্ঞানের প্রভাষক তোজ্জামেল হোসেন, প্রভাষক হেলাল উদ্দিন প্রমুখ।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …