নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
নাটোরের বাগাতিপাড়ায় রেডিও বড়াল ৯৯.০ এফএম এর শ্রোতা সংঘ ও টিউনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার জিগরি খিদ্র মালঞ্চিতে রেডিও বড়ালের “শ্রোতাসংঘ গঠন ও টিউনিং ক্যাম্পেইন” অনুষ্ঠিত হয়। জানা যায়, সামাজিক সচেতনতা ও দায়বদ্ধতা এবং “রেডিও বড়াল” কার্যক্রম ও সম্প্রচার সম্পর্কে শ্রোতাসংঘের সদস্যদের সম্যক ধারনা প্রদান করেন টিউনিং ক্যাম্পেইনের কন্ট্রিবিউটর অর্গানাইজার মশিউর রহমান রাকিব, কন্ট্রিবিউটর অর্গানাইজার মাসুদ রানা।
তারা শ্রোতাসংঘ গঠন করতে ডায়াল করুনঃ +৮৮০১৭৫৭৭৬৬০৬৬ এই নাম্বারে এবং অনলাইনে রেডিও শুনতে ভিজিট করতে radioboral.fm ব্রাউজ করুন।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …