সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জাতীয় / রুপিতে এলসির প্রথম চালান এলো দেশে

রুপিতে এলসির প্রথম চালান এলো দেশে

নিউজ ডেস্ক:
বাংলাদেশের সঙ্গে ভারতীয় মুদ্রা রুপিতে আনুষ্ঠানিকভাবে বাণিজ্য শুরু হয়েছে। বেনাপোল বন্দর হয়ে প্রথম চালানটি এসেছে। ২৫ জুলাই রাতে ভারত থেকে রুপিতে কেনা ৩০টি লরির (ট্রাক) প্রথম চালান বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে আসে। এলসি খোলার ১৫ দিনের মাথায় এসব পণ্য দেশে এলো।

বেনাপোল কাস্টম হাউস সূত্রে জানা গেছে, ভারতের পেট্রাপোল বন্দর হয়ে ১ কোটি ২৩ লাখ ১৭ হাজার ৭৬০ রুপি মূল্যের ৩০টি লরির প্রথম চালান বন্দরে প্রবেশ করেছে। বাংলাদেশের আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার নিতা কোম্পানি ভারতীয় প্রতিষ্ঠান টাটা মোটরসের কাছ থেকে এসব লরি ক্রয় করে। আমদানির পর চালানটি বেনাপোল বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে রাখা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আবদুল জলিল। তিনি জানান, ডলারের পরিবর্তে রুপিতে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। আমদানির প্রথম চালান মঙ্গলবার বেনাপোল বন্দরে পৌঁছায়। রুপিতে পণ্য আমদানি হওয়ায় ডলারের ওপর চাপ কমবে। গত ১১ জুলাই ঢাকায় এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক ও ভারতীয় হাইকমিশন দুই দেশের বাণিজ্যে রুপি ব্যবহারের ঘোষণা দেয়। বাংলাদেশ থেকে ভারতে পণ্য রফতানি এবং ভারত থেকে আমদানি-উভয় ক্ষেত্রে এখন থেকে মার্কিন ডলারের পাশাপাশি রুপি ব্যবহার করা যাবে।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …