সোমবার , ফেব্রুয়ারি ৩ ২০২৫
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / রুদ্র অয়ন এর কবিতা ‘‘হৃদয় জুড়ে তুমি’’

রুদ্র অয়ন এর কবিতা ‘‘হৃদয় জুড়ে তুমি’’

হৃদয় জুড়ে তুমি

আমার হৃদয়ের গভীরে
শুধু তোমার আনাগোনা,
আমার চোখে শুধুই যে গো
তোমার স্বপ্ন বোনা।

সহস্র কথা তোমায় নিয়ে
মনে মনে যে আমি বলি,
তুমি আমার হৃদ বাগানে
প্রথম গোলাপের কলি। 

তুমি ছাড়া এই জীবনটা
অন্ধকারের ধোঁয়া,
তুমি আমার এ জীবনের
প্রথম প্রেমের ছোঁয়া।

তোমাকে ছাড়া বুকের মাঝে
বড্ড শূন্য শূন্য লাগে,
তোমায় এতোটা ভালোবাসি
বুঝিনিতো আমি যে আগে!

চির সাথী হয়ে থেকো তুমি
পাশে থেকো গো আমরণ,
আমার এই হৃদয় জুড়ে
শুধু  তোমার  বিচরন।

লেখক: রুদ্র অয়ন

আরও দেখুন

গণহত্যার বিচার দাবিতে বাগাতিপাড়ায় গণমিছিল ও পথসভা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,,,,,, ফ্যাসিস্ট সরকারের গুম, খুন ও দুর্নীতিসহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকান্ড এবং জুলাই গণহত্যার …