শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / রুদ্র অয়ন এর কবিতা “যত্তসব”

রুদ্র অয়ন এর কবিতা “যত্তসব”

যত্তসব

স্মোকিংয়ে যখন নারী
তখন-ই গর্ধবদের
কপালে চক্ষু যায় ওঠে-

নিজেকে মহান নেতা ভেবে 
একে একে কয়জন মিলে
হেনস্তা যে করতে ছুটে! 

অথচ বাসে ট্রেনে হোটেলে
পুরুষ যখন তথা তথা
ছাড়ে সিগারেটের ধোঁয়া-

তখন কি হে ওই সকল
মহান বীর পুরুষদের
দৃষ্টি শক্তি যায় খোয়া! 

মদ- গাঁজা বা সিগারেট
নারীরা খেলেই অপরাধ
পুরুষ খেলে ক্ষতি নাই-

এমন মনে করেন যারা
কানা মন মানসিকতার 
বৈষম্য সৃষ্টিকারী তারা।    

নারী পুরুষ সবার প্রতি
আর্জি জানাই করজোরে
সকলের প্রতি অনুরোধ-

সকল নেশা-ই ত্যাগ করে
সুস্থ আর ভালো থাকুন
জাগ্রত থাক বিবেকবোধ।     

লেখক: রুদ্র অয়ন

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …