নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / রুদ্র অয়ন এর কবিতা “মুজিব মানেই বাংলাদেশ”

রুদ্র অয়ন এর কবিতা “মুজিব মানেই বাংলাদেশ”

 মুজিব মানেই বাংলাদেশ

বাংলাদেশের জন্ম দিতে
জন্ম হলো যাঁর,
জাতির  পিতা বঙ্গবন্ধু
ধন্য জীবন তাঁর।

৫৬ হাজার বর্গমাইল
জুড়ে তাঁরই নাম,
জাতির পিতা বঙ্গবন্ধু
মুজিবুর  রহমান।

ধর্ম বর্ণ নির্বিশেষে
সম্প্রীতিময় রেশ,
বঙ্গবন্ধু শেখ মুজিব
মানেই বাংলাদেশ। 

প্রতি বছর বিজয় দিবস
আসে সে যে ঘুরে ফিরে, 
মানসপটে মুজিব হাসেন
লক্ষ  শিশুর  ভিড়ে।

লেখক: রুদ্র অয়ন

আরও দেখুন

সন্ধ্যায় নাটোরের নলডাঙ্গাতেও শিলাবৃষ্টি

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, সন্ধ্যায় নাটোরের নলডাঙ্গাতেও শিলাবৃষ্টি হয়েছে। আজ ৬ মার্চ রোববার বিকেল পাঁচটার দিকে …