রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / রুদ্র অয়ন এর কবিতা “ধর্ম অধর্ম”

রুদ্র অয়ন এর কবিতা “ধর্ম অধর্ম”

ধর্ম অধর্ম

ইসলাম নিয়ে বাড়াবাড়ি কেন
ধর্মের বিধান বলে কি, 
উস্কানি অশান্তি হাঙ্গামা
ইসলামে এসব আছে কি?

ইসলামের দোহায় দিয়ে যারা
ব্যবসায় থাকে যে ব্যস্ত,
নিজেদের ধান্দা বজায়ে তারা
বিভ্রান্তি ছড়াতে ন্যস্ত!

ধর্ম যার যার এসব নিয়ে
বাড়াবাড়ি কভু ভালো নয়,
অন্তর-মনেতে প্রভূর প্রতি
সদাই যেন রে থাকে ভয়। 

বঙ্গবন্ধুর ভাস্কর্য
সম্মানের এক প্রতীক,
কথায় কথায় ধর্মকে টানা
এটাই কি ওদের ব্যতিক! 

মুসলিম দেশেও ভাস্কর্য
রয়েছে সকলেই তা জানি,
বঙ্গবন্ধুর নাম শুনলে
ওদের ওঠে যে চুলকানি!  

কালচার আর ধর্ম আলাদা
তবুও বিভ্রান্তি ছড়ায়,
স্বাধীনতা বিরোধীরা আবার
করেও ধর্মের বড়াই। 

ধর্মকে পুঁজি করে তো যারা
নিজ ধান্দা রাখে বজায়,
ওরাই তো হে অধর্মকারী
ওদের চিনে রাখুন সবাই। 

শয়তানেরা শুধু দেয় ধোঁকা
বুঝে শুধু নিজ  স্বার্থ, 
অমানুষ যারা কথা স্বভাবে 
তাদের জনম যে ব্যর্থ।

ধর্মের লেবাসে আজকে যারা
অধর্ম অশান্তি করে,
ওরাই তো হে ভন্ড বহুরূপী 
ধিক্কার যে তাদের তরে। 

লেখক: রুদ্র অয়ন

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …