শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / রুদ্র অয়ন এর কবিতা দাবী জানাতে এসেছি

রুদ্র অয়ন এর কবিতা দাবী জানাতে এসেছি

দাবী জানাতে এসেছি

রুদ্র অয়ন

এই দেশে কুকুর নিধন অভিযান হয়। অসহায় নিরপরাধ  প্রাণীগুলোনির্মমভাবে মারা যায়! অথচ মানুষরুপি জানোয়ারগুলোরনিধন হয়না কেন! 
নষ্ট মানসিকতারকুলাঙ্গারদের কারণেনির্যাতন, ধর্ষণ, খুন নিত্যই যাচ্ছে বেড়ে! মানুষরূপী দানবের থাবায় আজরক্তাক্ত – ধর্ষিত দেশ! 
আমি আজকারও দয়া দান- দাক্ষিণ্যচাইতে আসিনি ; নির্যাতক, ধর্ষক, সন্ত্রাসী নিধনেরদাবী জানাতে এসেছি। 
স্বাধীনদেশে আজওঅনিরাপদ পরাধীন নারী! এ বড্ড ভীষণ লজ্জার।     
আমি শিষ্টের পালন, দুষ্টের দমনের দাবী নিয়ে এসেছি। 
স্বাধীনতার কসম দিয়েরাষ্ট্র পরিচালককেসোচ্চার দাবী জানাতে এসেছি;কুকুর নিধন অভিযানের মতোদুষ্টু নিধন অভিযান শুরু হোক। 
সাত বীরশ্রেষ্ঠ’র দোহাইদোহাই শত সহস্র মুক্তিযোদ্ধারদোহাই সম্ভ্রম হারানো লাখো মা- বোনের,স্বাধীন বাংলায় পরাধীনতার শৃঙ্খলেযেন আর নির্যাতনধর্ষণ, খুনের স্বীকার না হয় আরকোনও বোনকোনও মাকোনও নারীকোনও মানুষ।    
মানুষরূপী জানোয়ারদের নিধন খুব জরুরীখুব প্রয়োজন।
আলোকিত সমাজ গঠনেঅন্ধকার মানষিকতারদমন দরকার ভীষণ দরকার। 
আমি কারও দয়া, দান-দাক্ষিণ্য চাইনে আসিনি;রাষ্ট্র পরিচালকের কাছেনির্যাতক, ধর্ষক, সন্ত্রাসী, দুষ্টু নিধনেরদাবী জানাতে এসেছি। 

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …