সোমবার , এপ্রিল ১৪ ২০২৫
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / রুদ্র অয়নের কবিতা- তোর মাঝেই আমি

রুদ্র অয়নের কবিতা- তোর মাঝেই আমি

তোর মাঝেই আমি

রুদ্র অয়ন

আমার পরাণ প্রিয়া তুই,
তোর মাঝেই যে আমি রই।
চোখের আড়াল হলে তুই,
আমি বড় বেসামাল হই।
শরৎ কালে কাশের বনে, ফুলেরা যেনো নাচন তোলে।
হৃদয়ে আমার শুধু তুই, তোর প্রেমেতে হৃদয় দোলে। 
জীবন জুড়ে থাক না তুই,
আয় না এক হয়েই রই।
আমার মাঝে শুধুই তুই,
তোর মাঝেতেও আমি হই।

আরও দেখুন

আজ চৈত্র সংক্রান্তি, চৈত্র মাসের শেষদিন। ‘সংক্রান্তি’ বলতে বোঝায় মাসের শেষ দিনে সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে উত্তরণ

চৈত্র সংক্রান্তি -শেখর কুমার সান্যাল,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, আজ চৈত্র সংক্রান্তি, চৈত্র মাসের শেষদিন। ‘সংক্রান্তি’ বলতে বোঝায় মাসের …