নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর,,,,,,,,,,,,,,,,,,,,,,,,দীর্ঘ ১৬ বছর পরে নাটোরের গুরুদাসপুরে প্রকাশ্যে ইফতার মাহফিল ও দোয়া মাহফিল
করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার উপজেলার ঐহিত্যবাহী বিদ্যাপিঠ
নাজিমুদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গুরুদাসপুর পৌর
শাখার উদ্যোগে ওই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপত্বি করেন পৌর শাখার
সভাপতি মো.আলমগীর হোসেন।
ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি নাটোর জেলা শাখার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক সাদেকুর রহমান,প্রধান
আলোচক নাটোর জেলা শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহ সেক্রেটারী ও
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে জামায়াতের এমপি মনোনীত
প্রার্থী অধ্যাপক মাঃ মো.আব্দুল হাকিম। এছাড়াও বক্তব্য রাখেন,নাটোর জেলা শাখার
শুরা সদস্য মো. আব্দুল খালেক মোল্লা, গুরুদাসপুর উপজেলা জামায়াতের আমির
অধ্যাপক মো.আব্দুল আলিম।
বক্তরা দীর্ঘদিন পরে এমন আয়োজন করতে সন্তোষ প্রকাশ করে বলেন, আওয়ামী
শাসনামলে তথাকথিত শাসকদের কাছে এদেশের মানুষ ছিল জিম্মি। সংগ্রামে
জালিম সরকারের পতন হয়েছে। এদেশে কুরআনের আইন প্রতিষ্ঠা হলে ঘুষ,দুর্নীতি
ও টেন্ডারবাজ থাকবে । তাই কুরআনের আইনে এদেশ পরিচালনা করতে হলে আগামী
জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের প্রতি পূর্ণ
সমর্থন করতে জনগণকে অনুরোধ জানান।
ইফতার পূর্বে বিশেষ মুনাজাতে সরকার পতনে নিহতসহ সকল মুসলিম উম্মাহ ও
দেশবাসীর শান্তি কামনা করা হয়। বিশেষ করে ফিলিস্তানে চলমান বর্বরতা থেকে
মুসলমানদের রক্ষার জন্য আল্লাহর রহমত চেয়ে দোয়া করা হয়। এ ইফতার মাহফিলে
উপজেলার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।