সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / রা.বি ছাত্রদের উদ্যোগে নাটোরে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

রা.বি ছাত্রদের উদ্যোগে নাটোরে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সহ নাটোরের একদল তরুণ ছাত্রদের উদ্যোগে নাটোর শহরের বিভিন্ন স্থানে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে হরিশপুর বাইপাস থেকে শুরু করে স্টেশন বাজার পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে বিশেষ করে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের মাঝে এই হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

নাটোরের একদল তরুণ ছাত্র সহযোগিতায় হ্যান্ড স্যানিটাইজার সাধারণ মানুষের হাতে তুলে দেয়া হয় এবং এটি কিভাবে ব্যবহার করা হবে তা শিখিয়ে দেয়া হয়। আজ রবিবার তারা ১২০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন নাটোরের সাধারণ জনগণ।

আরও দেখুন

নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …