রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / রা.বি চারুকলা অনুষদের অধ্যাপক শিল্পী গোলাম ফারুক বেবুল আর নেই

রা.বি চারুকলা অনুষদের অধ্যাপক শিল্পী গোলাম ফারুক বেবুল আর নেই

সৈয়দ মাসুম রেজাঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অধ্যাপক শিল্পী গোলাম ফারুক বেবুল(৬২) আর নেই। আজ বুধবার বিকেলে ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কয়েক বছর ধরে তিনি কিডনি, ফুসফুসসহ বেশ কিছু দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সন্তান সহ আত্মীয় স্বজন এবং অসংখ্য ছাত্র-ছাত্রী, সহকর্মী, শুভাকাঙ্খি ও গুণগ্রাহী রেখে গেছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ঋতেন্দ্র কুমার শর্মা, সহযোগী অধ্যাপক এ কে এম আরিফুল ইসলাম ও কনক কুমার পাঠকের সাথে ফোনে কথা বলে জানা গেছে, আগামীকাল বৃহষ্পতিবার সকাল ৮টায় অধ্যাপক গোলাম ফারুকের মরদেহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে রাখা হবে। সেখানে তাঁর বিদেহী আত্মার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন অনুষদের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীসহ শিক্ষার্থীরা।

এরপর সকাল সাড়ে ৮টায় অধ্যাপক গোলাম ফারুকের জানাযা অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে। জানাযা শেষে দাফনের উদ্দেশ্যে মরদেহ নিয়ে যাওয়া হবে তাঁর শ্বশুরালয় শেরপুরে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …