শনিবার , জানুয়ারি ৪ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / রাস্তায় মাটি বহন, কর্দমাক্ত পরিস্থিতিতে চরম দুর্ভোগ

রাস্তায় মাটি বহন, কর্দমাক্ত পরিস্থিতিতে চরম দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
গুরুদাসপুরের পাকা সড়কগুলো এখন কাঁচা সড়কে পরিণত হয়েছে। মাটি বহনের গাড়িগুলো যাচ্ছেতাইভাবে অতিরিক্ত মাটি পরিবহন করায় দু’দফা বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জনদুর্ভোগ। উপজেলার চাঁচকৈড় বাজার থেকে কাছিকাটা বিশ্বরোড ভায়া দরিবামনগাড়া পর্যন্ত ৮ কি.মি পাকা সড়ক সম্পূর্ণ কাঁচা রাস্তায় পরিণত হয়েছে।

এলাকায় ব্যাপকভাবে পুকুর খনন হওয়ায় কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব সড়ক দিয়ে দিনরাত হরদম মাটি বহন করা হয়। মাটির গাড়িগুলো অবাধে যাতায়াত করলেও সড়কে পড়ে থাকা মাটিগুলো অগ্রাহ্য করে অপসারণ করা হয়নি। তাই বৃষ্টি হওয়ায় সড়ক দিয়ে পায়ে হেঁটে তো দূরে থাক, পরিবহন দিয়ে যাতায়াত করতেও ভয়ানক দুর্ভোগ পোহাতে হচ্ছে। দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা। শুধু প্রধান সড়কই নয়, চাঁচকৈড় থেকে তাড়াশিয়া পাড়া হয়ে হাজিরহাট, চাঁচকৈড় মধ্যমপাড়া হয়ে কান্দিপাড়া ভায়া নয়াবাজার বিশ্বরোড সড়ক এবং চাঁচকৈড় ওভার ব্রীজ থেকে খুবজীপুর সড়কে একই দূরাবস্থা বিরাজ করছে।

স্থানীয়রা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, কর্তৃপক্ষ আগে থেকেই ব্যবস্থা নিলে এত দুর্ভোগ হত না। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিয়ার রহমান বাঁধন সহ অনেকেই এসব সমস্যার কথা তুলে ধরলেও নিরসনের ব্যবস্থা নেওয়া হয়নি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন বলেন, দু-একটি সড়কে গণ উপদ্রবের অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও দেখুন

বড়াইগ্রামে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ছাত্র সমাবেশ

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত …