শুক্রবার , এপ্রিল ১১ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / রাস্তায় মাটি ফেলে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে ৫ জনকে জরিমানা

রাস্তায় মাটি ফেলে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে ৫ জনকে জরিমানা


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে পুকুর খননের মাটি রাস্তায় ফেলে জনদুভোর্গ সৃষ্টির অভিযোগে ৫ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাকীন মাশরুর খান উপজেলার চন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার তমাল হোসেন জানান, জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাকীন মাশরুর খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে উপজেলার চন্দ্রপুর এলাকায় পুকুর খননের কাজ চলমান অবস্থায় পাওয়া যায়। পুকুর খননের পর মাটি রাস্তায় এবং অন্য মানুষের বসতবাড়ির সামনে ফেলে রাখায় জনদুর্ভোগের সৃষ্টি হয়। এসময় সংশ্লিষ্ট এলাকা থেকে মাটি বহনকারী ৪টি গাড়ির চালক এবং ১ জন এক্সক্যাভেটরের চালককে পাওয়া যায়। এসময় দন্ডবিধি, ১৮৬০ এর ২৯১ ধারায় ওই ৫ জনকে জরিমানা করা হয়।

আরও দেখুন

৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিচ্ছেন দুলু

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, বাগাতিপাড়ায় ৫২ বছর বয়সে এবারের চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ইউপি সদস্য …