রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / রাস্তায় চলতে চলতে চিকিৎসা দিচ্ছেন বড়াইগ্রামের উপজেলা চেয়ারম্যান

রাস্তায় চলতে চলতে চিকিৎসা দিচ্ছেন বড়াইগ্রামের উপজেলা চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
রাস্তায় চলতে চলতে চিকিৎসা দিচ্ছেন বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ড: সিদ্দিকুর রহমান পাটোয়ারী। এমনই একটি ছবি দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলেই ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারী নারদ বার্তাকে জানান, শুক্রবার বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখার অংশ হিসেবে তিনি বেরিয়ে ছিলেন। পথে সৈয়দ মোড়ের ও আকবর মোড়ের মাঝে ভাংগা রাস্তায় গাড়ী ধীরে ধীরে চলছে। পাশের বাড়ীর উঠান হতে জোরে ডাক আসলো, মামা মামা একটু দাঁড়ান, দাঁড়ালাম। ছুটে আসলো এক ব্যক্তি। বললো, মামা এক বছর পূর্বে আপনার চিকিৎসায় ভাল হয়েছিলাম, একই সমস্য আবার দেখা দিয়েছে। তার স্ত্রী চিকিৎসার কাগজ পত্র নিয়ে এলো। দেখে শুনে চিকিৎসা দিলাম।

তিনি আরো বলেন, এটা নতুন কোন ঘটনা নয়। উপজেলার বিভিন্ন সমস্যা শোনা এবং তা নিরসনের পাশাপাশি রাস্তায় চলতে চলতে চিকিৎসা দিতে হয়।

আরও দেখুন

নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …