শুক্রবার , এপ্রিল ১১ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাসিক মেয়রের ত্রাণ তহবিলে ২০০ পিপিই ও ১৫০০ প্যাকেট খাদ্যসামগ্রী দিয়েছে আমান গ্রুপ

রাসিক মেয়রের ত্রাণ তহবিলে ২০০ পিপিই ও ১৫০০ প্যাকেট খাদ্যসামগ্রী দিয়েছে আমান গ্রুপ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের আহ্বান সাড়া দিয়ে ত্রাণ তহবিলে ২০০টা পিপিই ও ১৫০০ প্যাকেট খাদ্যসামগ্রী দিয়েছে আমান গ্রুপ। সোমবার দুপুরে নগর ভবনে মেয়রের নিকট পিপিই ও খাদ্যসামগ্রীর প্যাকেট হস্তান্তর করেন আমান গ্রুপের পরিচালক তরিকুল ইসলাম।

করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে কর্মহীন ও নিম্ন আয়ের সহায়তায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় আমান গ্রুপকে আন্তরিক শুভেচ্ছা জানান মেয়র। অনুদান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন আমান গ্রুপের রাজশাহীর আঞ্চলিক প্রধান আব্দুল বারী।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল এক বিবৃতিতে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষদের জন্যে রাজশাহী সিটি কর্পোরেশনের ত্রাণ তহবিলে নগদ অর্থ/ নিত্য প্রয়োজনীয় পণ্য প্রদানের আহ্বান জানান মেয়র। এরপর মেয়রের আহ্বান সাড়া দিয়ে এগিয়ে আসছেন অনেক ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠন।

আরও দেখুন

৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিচ্ছেন দুলু

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, বাগাতিপাড়ায় ৫২ বছর বয়সে এবারের চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ইউপি সদস্য …