শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাসিক প্রশাসকের সাথেচট্টগ্রাম সিটি মেয়রের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথেচট্টগ্রাম সিটি মেয়রের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক রাজশাহী,,,,,,,,রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবাগত মেয়র ডাঃ শাহাদত হোসেন। বুধবার দুপুর ২টায় নগরভবনে সচিব মহোদয়ের দপ্তর কক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদত হোসেন রাসিক প্রশাসক মহোদয়ের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে নগরভবনে চট্টগ্রাম মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান রাসিক প্রশাসক মহোদয়। মতবিনিময় কালে চট্টগ্রামের মেয়র রাজশাহীর পরিচ্ছন্ন পরিবেশ, সবুজায়ন ও আইল্যান্ডে ফুলের সমারোহের ভূয়শী প্রশংসা করেন। এ সময় তিনি বলেন, দেশের অন্যান্য শহরের তুলনায় রাজশাহী চমৎকার। এ নগরীর প্রশংসা এখন দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরে ছড়িয়ে পড়েছে। এ নগরীর নানা ক্ষেত্রে সাফল্য আমাকে এ নগরীতে আকৃষ্ট করেছে। এজন্য রাজশাহী মহানগরী পরিদর্শনে এসেছি। আমার নির্বাচনি ইস্তেহারে গ্রিন সিটি ক্লিন সিটি হেলদি সিটি বিষয়টি উল্লেখ করেছিলাম। রাজশাহী সিটি কর্পোরেশন সেটি বাস্তবায়ন করছে। মতবিনিময়কালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রাথমিক স্বাস্থ্য সেবা, বর্জ্য ব্যবস্থাপনা, বায়ুদুষণ, শব্দদুষণ, অটোরিক্সা ম্যানেজমেন্ট, হোল্ডিং ট্যাক্স আদায়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।    

মতবিনিময় সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ.বি.এম. শরীফ উদ্দিন, সচিব মোবারক হোসেন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খান, গবেষণা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, চট্টগ্রাম মেয়রের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম ইউসুফ, হুমায়ুন চৌধুরী রুদ্র, মীরজাদা সোহেল, হিসাব রক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, সহকারী জনসংযোগ কর্মকর্তা মোঃ রকিবুল হক উপস্থিত ছিলেন।

আরও দেখুন

লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক লালপুরে,,,,,,,, নাটোরের লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর ২০২৪) …