রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / রাষ্ট্রায়ত্ত ৬টি চিনিকলের আখ মাড়াই বন্ধ রাখার প্রতিবাদে মিছিল ও সমাবেশ

রাষ্ট্রায়ত্ত ৬টি চিনিকলের আখ মাড়াই বন্ধ রাখার প্রতিবাদে মিছিল ও সমাবেশ

বিশেষ প্রতিবেদক:
রাষ্ট্রায়ত্ত ৬টি চিনিকলের আখ মাড়াই বন্ধ রাখার প্রতিবাদে মিছিল ও সমাবেশ। আজ বৃহস্পতিবার সকালে নাটোরের নিচাবাজারে থেকে শুরু করে বাজার এলাকা প্রদক্ষিণ করে এসে প্রেসক্লাবের সামনে এসে আখ চাষী সংগঠন ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এর আয়োজনে এই প্রতিবাদ মিছিলটি সমাপ্ত হয়।

এ সময় বক্তারা বলেন রাষ্ট্রায়ত্ত চিনিকল বন্ধ করা চলবে না, অনতিবিলম্বে সকল চিনিকল চালু করা হোক এবং রাষ্ট্রায়ত্ব ৬টি চিনিকলের আখ মাড়াই বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।

দেবাশীষ রায়ের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক ফেডারেশন নাটোর জেলা শাখার সভাপতি মিজানুর রহমান, নাটোর জাতীয় শ্রমিক লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …