নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর রানীনগরে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের অফিস সহায়ক ও বাংলাদেশ ৪র্থ শ্রেনির সরকারি কর্মচারী সমিতি রানীনগর উপজেলা শাখার সদস্য আলম হোসেনের বদলী জনিত বিদায় উপলক্ষে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল মামুন। বাংলাদেশ ৪র্থ শ্রেনির সরকারি কর্মচারী সমিতি রাণীনগর উপজেলা শাখার সভাপতি আজহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কে এইচ এম ইফতেখারুল আলম খান, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মাকসুদুল রহমান সনি।
অন্যান্যদের মধ্যে সমিতির সহ-সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, কোষাধ্যক্ষ আমজাদ হোসেনসহ ৪র্থ শ্রেনি সরকারি কর্মচারী সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রয়াত কর্মচারীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং বদলী জনিত বিদায়ী কর্মচারী আলম হোসেনকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …