শুক্রবার , জানুয়ারি ১০ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / রাতে নিরন্ন মানুষের বাড়িতে খাদ্য নিয়ে হাজির উপজেলা চেয়ারম্যান

রাতে নিরন্ন মানুষের বাড়িতে খাদ্য নিয়ে হাজির উপজেলা চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
রাতে নিরন্ন মানুষের বাড়িতে খাদ্য নিয়ে হাজির বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা: সিদ্দিকুর রহমান পাটোয়ারী। শনিবার রাতে ফোন কল পেয়ে উপজেলার কায়েমকোলা গ্রামের বাড়িতে হাজির তিনি। নিজেই চালের বস্তা কাঁধে নিয়ে তার সঙ্গে লোকজন সহ হাজির হলেন ভুক্তভোগীদের বাড়িতে।

এ সময় চেয়ারম্যান ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারী জানান, অন্য কাউকে দিয়ে খাদ্য পৌঁছে দিতে পারতেন তিনি। সেটা করলে তিনি মানুষের প্রকৃত অবস্থা টা দেখতে পেতেন না। তাই তিনি নিজেই এসেছেন চাল পৌঁছে দিতে।
তিনি আরো জানান বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতিনিধি তিনি। সাধারণ মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাই দায়িত্বটা তারই। তিনি এসময় জানান প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে যে খাদ্য সহায়তা দেয়া হয়েছে তা সুষ্ঠুভাবে বন্টন করতে হবে। আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন। জননেত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছেন।

আরও দেখুন

সিংড়ায় কৃষকের নির্মাণাধীন ঘর

ভেঙ্গে দিলো প্রতিপক্ষরা নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় কৃষক মাসুদের নির্মাণাধীন ঘর ভেঙ্গে দিয়েছেপ্রতিপক্ষরা। চাঁদা না …