সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / রাতেই ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন জান্নাতুল ফেরদৌস

রাতেই ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন জান্নাতুল ফেরদৌস

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
রাতেই খাবার ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস। শনিবার রাত দশটার পর তিনি খাদ্যসামগ্রী নিয়ে বিতরণ করেন বিভিন্ন ওয়ার্ডের নিম্ন আয়ের মানুষের মাঝে। পৌরসভার ত্রাণ তহবিল থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করে চলেছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা ও আইসিটি প্রতিমন্ত্রী এ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি পরামর্শে যতদিন পর্যন্ত এই করোনা সংকট দূর না হবে ততদিন পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। করোনাভাইরাস পরিস্থিতির কারণে কর্মহীন সিংড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের সরকার পাড়া, সওদাগর পাড়া ও পেট্টোবাংলা মহল্লার ২৭৫টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে বলে নারদবার্তাকে জানিয়েছেন পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …