রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / রাণীনগর পুলিশের অভিযানে চার জন গ্রেফতার

রাণীনগর পুলিশের অভিযানে চার জন গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক, রাণীনগর :
নওগাঁর রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করেছে। সোমবার রাতে এবং মঙ্গলবার সকালে পৃথক অভিযানে গ্রেফতারকৃত চারজনকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, গ্রেফতারী পরোয়ানা তামিল করতে সোমবার রাতে থানা পুলিশ অভিযানে বের হয়। এ সময় উপজেলার পারইল গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের দেলবর রহমানের ছেলে নুর ইসলাম (২৫), রেজেক মৃধার ছেলে মুক্তার মৃধা (২১) ও আব্দুর রহিমের ছেলে আসলাম হোসেন (৪০)কে গ্রেফতার করা হয়। এ ছাড়া মঙ্গলবার সকালে উপজেলার পশ্চিম বালুভরা গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে স্বপন (৩০) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালতের গ্রেফতারী পরোয়ানা ছিল।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …