রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁ / রাণীনগর থানা বিএনপির আহŸায়ক 

রাণীনগর থানা বিএনপির আহŸায়ক 

রুকুকে অব্যাহতি ভারপ্রাপ্ত আহŸায়ক 

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগর থানা বিএনপির আহŸায়ক 

পদ থেকে রুকুনুজ্জামান খান রুকুকে আব্যাহতি দেয়া হয়েছে। একই সাথে 

কমিটির যুগ্ন আহŸায়ক মোসারব হোসেনকে ভারপ্রাপ্ত আহŸায়কের 

দায়িত্ব প্রদান করা হয়েছে। এর আগে সাংগঠনিক নিয়ম ভঙ্গের দায়ে যুগ্ন 

আহŸায়ক আতিকুজ্জামান জাপানকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়। 

সোমবার বিকেলে প্রাপ্ত নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ 

হোসেন পলাশ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানাগেছে,সাংগঠনিক নিয়ম 

ভঙ্গ করা এবং জেলা বিএনপি’র নির্দেশনা অমান্য করায় জেলা বিএনপির 

সিদ্ধান্ত মোতাবেক রাণীনগর থানা বিএনপি’র আহŸায়ক রুকুনুজ্জামান 

খান রুকুকে অব্যাহতি প্রদান করা হয়েছে। ওই পদে থানা বিএনপির যুগ্ন 

আহŸায়ক মোসারব হোসেনকে ভারপ্রাপ্ত আহŸায়কের দায়িত্ব দেয়া হয়েছে। 

সেই সাথে থানা বিএনপির আহŸায়ক কমিটির জৈষ্ঠ সদস্য আল ফারুক 

জেমস,এচাহক আলী ও মকলেছুর রহমান বাবুর সাথে পরামর্শক্রমে থানার খট্রেশ্বর 

,বড়গাছা,একডালা ও কাশিমপুর ইউনিয়নের নির্বাচিত প্রতিনিধিদের 

সাথে আলোচনা করে আগামী ১৫জুলাইয়ের মধ্যে উল্লেখিত ইউনিয়ন 

কমিটির কাজ শেষ করে তার ছায়ালিপি জেলা বিএনপির দপ্তরে জমা দিতে বলা 

হয়েছে। এর আগে সাংগঠনিক নিয়ম ভঙ্গের দায়ে থানা বিএনপির যুগ্ন 

আহŸায়ক আতিকুজ্জামান জাপানকে (গত ২৮জুন) পদ থেকে অব্যাহতি দেয়া 

হয়।

এব্যাপারে সদ্য অব্যাহতি পাওয়া আহŸায়ক রুকুনুজ্জামান খান রুকু এবং 

নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশের মোবাইল ফোন 

বন্ধ থাকায় তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে রুকুনুজ্জামান খান রুকুকে 

আহŸায়ক পদ থেকে অব্যাহতি এবং মোসারব হোসেনকে ভারপ্রাপ্ত আহŸায়কের 

দায়িত্ব প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর থানা বিএনপির 

আহŸায়ক কমিটির জৈষ্ঠ সদস্য আল ফারুক জেমস।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …