সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁ / রাণীনগর থানাপুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৫

রাণীনগর থানাপুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথকভাবে বিশেষ অভিযান চালিয়ে একজন মাদক ব্যবসায়ীসহ ৫জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে। রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ জানান, উপজেলা সদরের গোল চত্বরে মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে ১০টায় অভিযান চালিয়ে নয়ন হোসেন (২৪) নামে একজনকে ৫০গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার নয়ন নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর গ্রামের মুকুল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।অপর দিকে রবিবার রাতে উপজেলার নগরপাঁচুপুর গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানা মূলে ওই গ্রামের মিরজানের ছেলে আব্দুল হামিদ, তাজ উদ্দীনের ছেলে মোহম্মদ আলী ও জিন্নাহর ছেলে আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া একই রাতে উপজেলার ভান্ডারা গ্রামের আকবর আলীর ছেলে রেজাউল করিম রেজুকে গ্রেফতারী পরোয়ানা মূলে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …