নিজস্ব প্রতিবেদক, রাণীনগর :
নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে স্কুল ছাত্রী অপহরণের মূল হোতা সবুজ কুমারকে গ্রেপ্তার করেছে। এসময় অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। এছাড়া পৃথক অভিযানে এক জনকে গাঁজাসহ আটক করা হয়েছে এবং আটক এক মাদক সেবিকে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শনিবার রাতে রাণীনগর উপজেলা ও ঢাকার ভাটারা থানায় এবং রোববার সকালে এসব পৃথক অভিযান পরিচালনা করে থানাপুলিশ। রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ জানান,গত দুই মাস আগে উপজেলার প্রত্যন্ত এলাকার জনৈক স্কুল ছাত্রী অপহরণ হয়। এঘটনায় ওই ছাত্রীর পরিবার থেকে রাণীনগর থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। মামলার প্রেক্ষিতে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার ভাটারা থানা এলাকা অভিযান চালিয়ে অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার করে এবং অপহরণের মূল হোতা সবুজ কুমার প্রামানিক (২০) কে গ্রেপ্তার করে।
ওসি শাহিন আকন্দ জানান, সবুজ নিজের ধর্ম-পরিচয় গোপন করে কৌশলে মসলিম মেয়েকে অপহরণ করে। সবুজ রাণীনগর উপজেলার পারইল হাটখোলা পাড়া এলাকার মৃত স্বপন চন্দ্র প্রামানিকের ছেলে। অপর দিকে একই দিন সন্ধায় উপজেলার পূর্ব বালুভরা এলাকা থেকে আখের আলী (৫৪) নামে এক মাদক ব্যবসায়ীকে ৩০গ্রাম গাঁজাসহ আটক করেছে পুলিশ। আখের আলী উপজেলার মধ্যরাজাপুর গ্রামের জছির আলীর ছেলে। তার বিরুদ্ধে রাণীনগর এবং আদমদীঘি থানায় ৫টি মাদক মামলা রয়েছে। এছাড়া রোববার সকালে মাদক সেবি নয়ন শেখ (৩০) কে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো একমাসের বিনাশ্রম কারাদন্ড দেয় নয়নকে । নয়ন পশ্চিম বালুভরা গ্রামের হারুন শেখের ছেলে।
আরও দেখুন
লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটিরমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা …