নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগর এবং আত্রাই উপজেলায় শেখ রাসেল দিবস উদ্যাপন করা হয়েছে। এলক্ষে আনন্দ র্যালী,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত শেখ রাসেল দিবস উপলক্ষে উপজেলা চত্বওে শখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এর পর আনন্দ র্যালী শেষে উপজেলা সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় স্থানীয় এমপি আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন,সহকারী কমিশনার (ভূমি) হাফিজুল ইসলাম, রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান, কৃষি কর্মকর্তা শহিদুল ইসলামসহ উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী,মুক্তিযোদ্ধা কমান্ডার ও দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অপর দিকে আত্রাই উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে শেখ রাসেল দিবস উদযাপন করা হয়।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …