নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগর ও আত্রাই থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৫০গ্রাম গাঁজাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আবাদপুকুর এলাকায় অভিযান চালিয়ে ৫০গ্রাম গাঁজাসহ এনামুল হক (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার এনামূল উপজেলার কালীগ্রাম খন্দকার পাড়া গ্রামের ফজলুর খন্দকারের ছেলে। রাতেই তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
অপর দিকে আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তিলাবদুরী গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মৃত ময়েন প্রামানিকের ছেলে আক্তার প্রামানিক (৬০) কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকালে তার বাড়ী তল্লাশী করে ১০০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এঘটনায় রাতেই তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও দেখুন
নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …