সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁ / রাণীনগরে ৫০ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে ৫০ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগর উপজেলায় ৫০ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসন, সমবায় দপ্তর ও সমবায়ী বৃন্দদের আয়োজনে পরিষদ চত্বরে থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলার সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা সমবায় কর্মকর্তা সামছুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, রাণীনগর থানার ওসি (তদন্ত) উত্তম কুমার বিশ্বাস প্রমূখ। এছাড়া সমবায়ের আওতায় উপজেলার বিভিন্ন সমিতির সভাপতি/সাধারণ সম্পাদকসহ সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …