সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / রাণীনগরে ৪ জুয়ারী আটক, থানায় মামলা

রাণীনগরে ৪ জুয়ারী আটক, থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে ৪ জুয়ারীকে আটক করেছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, উপজেলার শিবের মাধাইমুড়ি গ্রামে তাসের মাধ্যমে জুয়া খেলা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় একডালা অস্থায়ী পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই জহুরুল ইসলাম ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় শিবের মাধাইমুড়ি থেকে ওই গ্রামের আফছার আলীর ছেলে আবু তালেব (৩৭),মকছেদ আলীর ছেলে আবদুল আজিজ (৫২),কাবেজ আলীর ছেলে আবদুল মান্নান ওরফে হকো (৪৫) এবং মৃত শুকবর আলীর ছেলে মোহাম্মদ আলী ওরফে আলী (৫০) কে আটক করে।

আটককালে জুয়ার বোর্ড থেকে ১৯শত টাকা ও জুয়ার সরঞ্জমাদী উদ্ধার করা হয়। এ ঘটনায় রাতেই জুয়া আইনে মামলা রুজু করে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …